ঘরবন্দী অসহায় ও দুস্থদের ত্রাণ দিয়েছে বসুন্ধরা গ্রুপ

Other

লকডাউনে ঘরবন্দী অসহায় ও দুস্থদের ত্রাণ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গেল শনিবার থেকে শুরু করে নীলফামারীর ছয় উপজেলায় তিন হাজার ঘরবন্দি পরিবারকে ত্রাণ দিয়েছে গ্রুপের অঙ্গসংগঠনের একটি প্রতিষ্ঠান কালের কন্ঠের শুভ সংঘ। আর এই ত্রাণ পেয়ে দুই বেলা দু’মুঠো খেয়ে বাঁচার স্বপ্ন দেখছেন উপকার ভোগী দিনমজুররা।  

সপ্তাহব্যাপী লকডাউনে ঘরবন্দি হয়ে পড়েছে নিম্ন আয়ের হাজারো মানুষ।

অনাহারে থাকা এসব মানুষের কথা মাথায় রেখে প্রতিটি জেলায় তিন হাজার পরিবারকে ১০কেজি করে চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল ও ১কেজি সয়াবিন তেল পৌছে দিচ্ছে কালের কন্ঠের শুভ সংঘ। এই দুর্দিনে এসব ত্রাণ পেয়ে খুশি জেলার অসহায় পরিবারগুলো, দরিদ্ররা।

এ অঞ্চলের মঙ্গা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে বসুন্ধরা গ্রুপের কাছে দাবী জানান কালের কণ্ঠ শুভ সংঘের নীলফামারী জেলা শাখার উপদেষ্টা।     

এসময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন স্থানীয় পৌর মেয়র ও জেলা প্রশাসক।

করোনার প্রাদূর্ভাব এড়াতে বসুন্ধরা গ্রুপের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলো অসহায়দের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা নীলফামারি জেলার সাধারণ মানুষের।

news24bd.tv/আলী