ঢাকায় কোরবানীর পশু আনতে ১৭ জুলাই থেকে বিশেষ ট্রেন ক্যাটল সার্ভিস পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
রেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়, ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনার কথা থাকলেও ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কমবেশি হতে পারে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে।
দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়।
এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে।
news24bd.tv/আলী