এক হলো দুই কোরিয়ার সময়

এক হলো দুই কোরিয়ার সময়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রেখে উত্তর কোরিয়া তাদের টাইম জোন ৩০ মিনিট এগিয়ে নিয়েছে। এর ফলে এখন থেকে দুই কোরিয়ার মধ্যে সময়ের কোনো পার্থক্য রইলো না।  

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর কোরিয়া তাদের স্থানীয় সময় ঘড়ির কাঁটায় ৩০ মিনিট এগিয়ে নেয়।

দুই কোরিয়ার শান্তির লক্ষ্যে গেল ২৭ এপ্রিল ঐতিহাসিক বৈঠক করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

সেই বৈঠকের পর দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ এটি।

এদিকে, কিম জং উনের সঙ্গে বৈঠক করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এ বৈঠক হতে পারে। শিগগিরই বৈঠকের স্থান ঘোষণা করা হবে।

এছাড়া ২২ মে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর গেল ২৭ এপ্রিল প্রথম কোনো উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ায় পা রাখেন। সেই বৈঠকে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করতে সম্মত হয় উত্তর ও দক্ষিণ কোরিয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান   •   অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর