রাজশাহী মেডিকেলে আজও ২০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আজও ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২০ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন।

আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ২, নওগাঁ ৩, চাঁপাইনবাবগঞ্জ ২, পাবনা ৪, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে রয়েছেন। হাসপাতালটিতে গত সাতদিনে ১২১ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন


চলে গেলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

ডেঙ্গু জ্বর-করোনায় জবি শিক্ষিকার মৃত্যু


জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৮ জন এবং উপসর্গ নিয়ে ২৬২ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিল ৪৭০রোগী।

news24bd.tv এসএম