ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনায় আক্রান্ত

ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তরুণ ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। গতকাল তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন মাওলানা সাইফুল্লাহ।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাওলানা সাইফুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে তার ভাই ডা. নুরুল্লাহ ও ডা. নিয়ামতুল্লাহ একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

আরও পড়ুন:


অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহবুব


ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘আপনাদের প্রিয় ভাই মুহাম্মদ সাইফুল্লাহ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁর কিডনির সমস্যাও বেড়েছে। আপাতত বাসায় থেকে ডা. ফয়সাল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তিনি তাঁর এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন। ’

news24bd.tv নাজিম