যশোরে জেনারেল হাসপাতালে মৃত্যু ১৪, শনাক্ত ২৫৩

যশোরে জেনারেল হাসপাতালে মৃত্যু ১৪, শনাক্ত ২৫৩

Other

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য চিকিৎসক, শয্যা, পরিচ্ছন্নকর্মীসহ বিভিন্ন সংকট রয়েছে। এমন পরিস্থতিতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

আজ বুধবার (৭ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১৫৫ জন ও ইয়েলো জোনে ৮৮ জন।

আরও পড়ুন


মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দুই

অর্থনীতির চাহিদা-সরবরাহ তত্ত্বের কিছু ব্যতিক্রমী দৃষ্টান্ত

সাতক্ষীরা মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৪

আর্জেন্টিনা-কলম্বিয়ার শ্বাসরুদ্ধকর টাইব্রেকার (ভিডিও)


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ৬৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর হাসপতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। তার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৩১ শতাংশ।

এছাড়া হাসপাতালে ভর্তি আছেন ২৪৩ জন। যেখানে শয্যা রয়েছে ১৪২টি। ফলে অনেক রোগী হাসপাতালের বারান্দয়ায় অবস্থান করছে।

news24bd.tv এসএম