উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

অনলাইন ডেস্ক

লালমনিরহাট, নীলফামারী, রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজ সকাল ৯টায় ১৫ মিনিটে প্রায় ৫-৬ সেকেন্ড এ ভূ-কম্পন অনুভূত হয়।

জানা গেছে, সকাল ৯টায় ১৫ মিনিটে হঠাৎ ভূ-কম্পনে কেঁপে উঠে ভারতীয় সীমান্তবর্তী জেলা লালমনিরহাট।

মৃদূ ভূ-কম্পন প্রায় ৫-৬ সেকেন্ড স্থায়ী ছিল। এসময় লোকজন ভয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন।   

আরও পড়ুন:


অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহবুব


লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

news24bd.tv নাজিম