বাগেরহাটে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

বাগেরহাটে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

Other

বাগেরহাটে লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশাল সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিট ও ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বাগেরহাট সদর, মোরেলগঞ্জের কুঠিবাড়ি এলাকায় ও শরণখোলা  উপজেলার  খুড়িয়াখালী গ্রামে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এসময় স্থানীয়দের মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ির বাহির না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা।

আরও পড়ুন:


নামের মিল, চেহারার মিল, ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড

নোয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি


লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।

উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনশৃংখলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে ।

এদিকে, লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড, পুলিশ ও যুব রেডক্রিসেন্ট’এর সদস্যরা।

news24bd.tv রিমু