খুলনা বিভাগে গত ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু ও শনাক্ত

খুলনা বিভাগে গত ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে করোনার তাণ্ডব কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্ত। এবার গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এই পরিমাণ মৃত্যু ও শনাক্ত খুলনা বিভাগে এই প্রথম।

বুধবার (৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন


আফগানিস্তানে তালেবানের হাতে ৮০ জেলার পতন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা প্রদান করে প্রশংসায় ভাসছেন যারা

যশোরে জেনারেল হাসপাতালে মৃত্যু ১৪, শনাক্ত ২৫৩

মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দুই


বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে ছয়জন, নড়াইলে চারজন, মাগুরায় একজন, ঝিনাইদহে সাতজন, কুষ্টিয়ায় ১১, চুয়াডাঙ্গায় পাঁচজন, মেহেরপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন।

news24bd.tv এসএম