শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল ও অর্থদণ্ড

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল ও অর্থদণ্ড

Other

ঝিনাইদহে শৈলকুপার বিভিন্ন এলাকায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য, থানা পুলিশ ও আনসার ব্যাটেলিয়নের সদস্যদের সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোট ১২টি মামলায় ৭২ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

শৈলকুপা বাজারসহ বিভিন্ন বাজারের ওলি-গলিতে লকডাউন অমান্য করে গোপনে ইলেক্ট্রিক, স্যানেটারী, কাপড় ও জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করায় চার ব্যক্তিকে দুই দিন ও পাঁচ দিনের জেল এবং আরও আট ব্যক্তিকে সাত হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:


ঝিনাইদহে ৫’শ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নামের মিল, চেহারার মিল, ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড

নোয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার

লকডাউনে জেলা প্রশাসন কঠোর অবস্থানে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ পরিস্থিতি পর্যবেক্ষণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও মাস্ক পরিধান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ দণ্ডবিধি ও সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮’এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে শৈলকুপা সরকারী কলেজ মাঠে চার শতাধিক দুস্থদের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল ও নগদ ২০০ টাকা প্রদান করা হয়।