আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে যে সময়

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে যে সময়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের জরুরি আর্থিক সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আজ বুধবার বিজ্ঞপ্তি জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিত বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে আগামীকাল ৮ জুলাই থেকে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান।

এছাড়া চলমান বিধিনিষেধ থাকাকলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও বন্ধ রাখার কথা বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান। সে হিসাবে সপ্তাহে চারদিন খোলা থাকছে আর্থিক প্রতিষ্ঠান।

আরও পড়ুন

দলকে ফাইনালে তোলার নায়ক মার্তিনেজে মুগ্ধ মেসি

জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আ.লীগ সফলতার সাথে লড়ছে: কাদের

কাউকে সাহায্য করার চেয়ে তাকে সহযোগিতা করায় অধিক মহত্ব

ত্রাণ নয়, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই

news24bd.tv/এমিজান্নাত