ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন এবং করোনার উপসর্গ নিয়ে আরো চারজন মারা যান।
করোনা আক্রান্তে মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন এবং উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও গাজীপুরের একজন করে রয়েছেন।
করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৩৪১ জন।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২১টি নমুনা পরীক্ষায় আরো ১৯৭ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ২৭.৩২ শতাংশ।
আরও পড়ুন:
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ, দাফন করা হবে মুম্বাইয়ের কবরস্থানে
একদিনে ১১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত
রেকর্ড মৃত্যুর দিনে দেশে করোনা শনাক্তের হার ৩১.৩২ শতাংশ
পাহাড়ে ম্যালেরিয়ার প্রকোপ, আক্রান্ত ৩২৬
news24bd.tv / তৌহিদ