জুলাই মাসে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে

জুলাই মাসে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এতে জুলাই মাসের সংক্রমণ গত জুন এবং এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। রোগীর সংখ্যা এভাবে বাড়তে সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এমনকি অক্সিজেন সরবরাহেও চ্যালেঞ্জ তৈরি হবে বলে তিনি মনে করেন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, জানুয়ারি মাসের শুরু থেকে পুরো মাসে দেশে ২১ হাজার ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এপ্রিল মাসে সেই সংখ্যা লাখ ছাড়িয়ে ছিল। জুন মাসে এক লাখ ১২ হাজার ৭১৮ জন এবং এখন পর্যন্ত মাত্র ছয়দিনে ৫৩ হাজার ১৪৮ জন রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে যে সময়

দলকে ফাইনালে তোলার নায়ক মার্তিনেজে মুগ্ধ মেসি

জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আ.লীগ সফলতার সাথে লড়ছে: কাদের

কাউকে সাহায্য করার চেয়ে তাকে সহযোগিতা করায় অধিক মহত্ব

news24bd.tv/এমিজান্নাত