লেবুর কেজি মাত্র ১৫ টাকা

লেবুর কেজি মাত্র ১৫ টাকা

অনলাইন ডেস্ক

‘লেবুর কেজি ১৫, হালির দিন শেষ। আসেন নিয়ে যান। মাত্র ১৫ টাকা, ১৫ টাকা’। এভাবে মঙ্গলবার সকালে নাটোরে নলডাঙ্গা হাটের পুরাতন মাছবাজার রোডে হাঁকডাক দিয়ে কেজিতে লেবু বিক্রি করতে দেখা গেছে সোহরাব হোসেন নামের এক খুচরা বিক্রেতাকে।

তার এমন হাঁকডাক শুনে গৃহবধূসহ অনেকেই আসেন লেবু কিনতে। হালির তুলনায় কেজিতে বেশি হওয়ায় লেবু কিনতে তাকে ঘিরে ধরেন ক্রেতারা।

সাধারণত আমরা লেবু ক্রয় করি হালিতে বা একটি-দুটি করে। কিন্তু এবার লেবু বিক্রি হচ্ছে কেজি মূল্যে।

লেবুর ফলন বেশি হওয়ায় এভাবে বিক্রি করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিক্রেতারা জানিয়েছেন, চাহিদার পাশাপাশি উৎপাদন ভালো হওয়ায় লেবুর এমন দাম। তাই বস্তায় বস্তায় লেবু কিনে খুচরাভাবে বিক্রি করতে কেজিকেই বেছে নিয়েছেন বিক্রেতারা। লেবু কেজিতে বিক্রির পেছনে বাজার সিন্ডিকেটের কোনো হাত নেই। মূলত লেবুর উৎপাদন বেশির কারণে হালির জায়গায় কেজিতে বিক্রি হচ্ছে।

সোহরাব হোসেন বলেন, লেবুর বাজার একদম সস্তা। কেজি দরে বিক্রি করলেও আমাদের লস নাই। কারণ বাজারে প্রচুর পরিমাণে লেবুর আমদানি হচ্ছে; কম দামে কিনছি বিক্রিও করছি কম দামে। আর কেজিতে লেবু কিনে ক্রেতারাও লাভবান হচ্ছেন।

news24bd.tv/আলী