কান উৎসবের লালগালিচায় কেঁদে ফেললেন বাঁধন

কান উৎসবের লালগালিচায় কেঁদে ফেললেন বাঁধন

অনলাইন ডেস্ক

গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান উৎসব। প্রথমবারের মতো অফিসিয়ালি কান উৎসবের লালগালিচায় পা রাখলো বাংলাদেশ। এ আয়োজনের দ্বিতীয় দিন আজ বুধবার প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়াম নূর’।

বেলা তিনটা পনেরো মিনিটে শুরু হয় সিনেমাটির প্রথম প্রিমিয়ার।

এতে দর্শক সারিতে পাশাপাশি বসেছেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনও ছবি কান উৎসবে অফিসিয়াল সিলেকসনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনও সিনেমা কান উৎসবে অফিসিয়াল সিলেকসনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। যার চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

নিজেকে এমন জায়গায় দেখে এবং দর্শকের করতালিতে আবেগে আপ্লুত বাঁধন খুশিতে কেঁদে ফেলেন। তিনি বলেন, চরিত্রের সাথে মিশে গিয়েছিলেন বলেই দর্শকের এত কাছে আসতে পেরেছেন।

আরও পড়ুন

জুলাই মাসে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে যে সময়

দলকে ফাইনালে তোলার নায়ক মার্তিনেজে মুগ্ধ মেসি

কাউকে সাহায্য করার চেয়ে তাকে সহযোগিতা করায় অধিক মহত্ব

news24bd.tv/এমিজান্নাত