দিলীপ কুমারের মৃত্যুতে ইমরান খানের শোক, মায়ের নামে ক্যানসার হাসপাতাল

দিলীপ কুমারের মৃত্যুতে ইমরান খানের শোক, মায়ের নামে ক্যানসার হাসপাতাল

অনলাইন ডেস্ক

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে লাহোরে মা শওকত খানুমের নামে ক্যানসার হাসপাতাল গড়ার প্রকল্প বাস্তবায়নে প্রয়াত অভিনেতার অবদানের কথাও তুলে ধরলেন তিনি।

টুইটার শোক বার্তা দিয়ে ইমরান লেখেন, ‘দিলীপ কুমারের চলে যাওয়ার খবর শুনে খুবই মর্মামত। এসকেএমটিএইচ প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য উনি যে ভাবে সময় বের করে উদারতার পরিচয় দিয়েছিলেন, তা কোনও দিন ভুলব না।

 

এই কঠিন পরিস্থিতির মধ্যেই ওই তহবিলের ১০ শতাংশ অর্থ সংগ্রহে সাহায্য করেছিলেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তান এবং লন্ডনে তাঁর উপস্থিতির কারণে আরও প্রচুর মানুষ ওই তহবিলে অর্থ দান করেছিলেন। ’

প্রসঙ্গত, ১৯৮৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন ইমরানের মা। তাঁর স্মৃতিতেই হাসপাতাল গড়েন ইমরান।

দিলীপের অভিনয়েরও প্রশংসা করে তিনি লেখেন, ‘আমাদের প্রজন্মের সবচেয়ে বড় এবং বহুমুখী প্রতিভার অভিনেতা দিলীপ কুমারই। ’

আরও পড়ুন


একদিনে এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ

দেশের যেসব জেলায় মৃত্যু সব রেকর্ড ছাড়াল আজ

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে যে সময়

বাবা’র লাশ সামনে রেখে জমি ভাগাভাগিতে ব্যস্ত সন্তানেরা


news24bd.tv / কামরুল