এবার চট্টগ্রাম ও সিলেটে করোনা সংক্রমণ উর্ধ্বগতি

Other

লকডাউনের মধ্যেই সিলেটে কমছে না করোনা সংক্রমণ।    গেল কয়েকদিন ধরেই প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে  শহীদ শামসুদ্দিন আহমেদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  । এরই মধ্যেই এই দুই হাসপাতালেই ফাঁকা নেই কোন আইসিইউ শয্যা।

চিকিৎসকরা বলছেন, যে ভাবে হাসপাতালে শ্বাসকষ্টের রোগী  ভর্তি হচ্ছে এ ধারা অব্যাহত থাকলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে ।

আর এমন বাস্তবতার মাঝে  অর্থের  অভাবে নতুন করোনা ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন সংশ্লিস্টরা ।  

রোজার ঈদের পর থেকেই উত্তর,দক্ষিণপশ্চিমাঞ্চলে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হলেও গেল দু’সপ্তাহ ধরে সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী ।

এরই মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের ১৬টি ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৮টি আইসিইউ শয্যাই রোগীতে ভরা ।

স্বজনদের অভিযোগ,  শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শয্যা সংকট দেখা  দেয়ায় রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে তাদের ।   এমন বাস্তবতায় আরো করোনা ইউনিট স্থাপনের দাবি তাদের।

সংশ্লিস্টরা বলছেন, এই দুই  হাসপাতালে হঠাৎ করে রোগীর চাপ বেড়েছে ।   এ অবস্থায়   নিজস্ব প্লান্ট  থাকার পরও রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়া সম্ভব হচ্ছে না ।  

তবে অর্থের অভাবে ওসমানী হাসপাতালে প্রস্তাবিত ২০০ শয্যার করোনা ইউনিট চালু করা হচ্ছে না বলে জানালেন সংশ্লিস্টরা ।   

গেল এক সপ্তাহে শুধু সিলেট জেলাতেই করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৬ জনের । আরা মারা গেছে ১৬ জন ।

আরও পড়ুন

জুলাই মাসে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে

নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন কাজলের বোন তনিশা

দলকে ফাইনালে তোলার নায়ক মার্তিনেজে মুগ্ধ মেসি

কাউকে সাহায্য করার চেয়ে তাকে সহযোগিতা করায় অধিক মহত্ব

news24bd.tv/এমিজান্নাত