টয়লেটে আটকা পড়লো নারী, উদ্ধারে ফায়ার সার্ভিস

টয়লেটে আটকা পড়লো নারী, উদ্ধারে ফায়ার সার্ভিস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শৌচাগারে আটকে পড়া এক নারীকে দ্রুত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উঁচু কমোড থেকে পড়ে গিয়ে তার পা সরু একটি জায়গায় আটকে গিয়েছিল।

কাল দিবাগত রাতে রাজধানীর উত্তরার একটি বাড়ির টয়লেট থেকে তাকে উদ্ধার করা হয়। আটকে পড়া ওই নারীর নাম আলম আরা আকতার (৫৫)।

 

আলম আরার স্বামী আবুল হোসেন বলেন, রাতে আলম আরা শৌচাগারে যান। এক সময় তিনি পড়ে যান। তার একটি পা কমোডের পাশে সরু জায়গায় আটকে যায়। তিনি ভেতর থেকে পরিবারের বাকি সদস্যদের এটি জানান।

বাইরে থেকে শৌচাগারের দরজা খুলে তাকে উদ্ধারের চেষ্টা চলে।

না পেরে ৯৯৯–এ ফোন দেওয়া হয়। সেখান থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ৮ জনের একটি দল আসে। তারা ইমার্জেন্সি রেসকিউ সিস্টেম ব্যবহার করে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ওই নারীর ওজন ১০০ কেজির মতো। এ ছাড়া তার পা সরু জায়গায় আটকে যাওয়ায় তাকে বের করতে বেশ বেগ পেতে হয়।

আবুল হোসেন বলেন, ৯৯৯-এ ফোন করে আমরা ভালো সাড়া পেয়েছি। আমি ফায়ার সার্ভিসের কর্মীদের কিছু আর্থিক পুরস্কার দিতে চেয়েছিলাম। কিন্তু তারা নেননি। বলেছেন, এটা তাদের দায়িত্ব।

অরিন/নিউজ টোয়েন্টিফোর