ইয়েমেনের প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে আমিরাতের সেনারা

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘর

ইয়েমেনের প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে আমিরাতের সেনারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সোকোত্রার সমুদ্র ও বিমানবন্দর দখলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা।  

সোকোত্রা দখলে নেওয়ার পর সেখানে সফররত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘরসহ ১০জন মন্ত্রীকে দ্বীপটিতে ঘিরে রেখেছে আমিরাতে সেনারা।  

ইয়েমেন সরকার আমিরাতের এই পদক্ষেপকে আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। এ ঘটনার তদন্তে প্রতিনিধিদল পাঠাবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

 

ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য এই সোকোত্রা দ্বীপ । প্রায় ৬০ হাজার মানুষের বসতির দ্বীপটিতে যুদ্ধ বিমান ও বড় সামরিক যান চলাচলের মতো ৩ হাজার মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সম্প্রতি আমিরাত দাবি করে ৯৯ বছরের জন্য দ্বীপটি ইজারা নিয়েছে তারা। সেখানে সামরিক কার্যক্রম চালানোর ঘোষণা দেয় আমিরাত।

 

সূত্র: আলজাজিরা   •    অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর