অনলাইন ও খামার থেকে সরাসরি পশু কিনছেন চট্টগ্রামের মানুষ

Other

করোনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবারও অনলাইন ও খামার থেকে সরাসরি পশু কিনছেন চট্টগ্রামের মানুষ। কোনো কোনো খামারে এরইমধ্যে অর্ধেক পশু বিক্রিও হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে ১৭টি শর্তে চট্টগ্রাম শহরে ৬টি হাট বসছে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।  

এটি চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পশু খামার।

যেখানে বিভিন্ন জাতের পশুপালন করা হয়, বিক্রিও হয় বছরজুড়ে। তবে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত পশু তোলা হয়েছে এখানে। আছে ছোট-বড় সব ধরনের গরু। কোরবানি উপলক্ষে এখনই পশু কিনে ফেলছেন অনেকে।
আবার কেউ আসছেন দেখতে।

খামারের মতো অনলাইনেও ঢু মারছেন ক্রেতারা। বিভিন্ন পেইজে গরুর জাত, ওজন, উচ্চতা উল্লেখসহ ছবি ও ভিডিও আপলোড করছেন বিক্রেতারা। এবারও ভালো ব্যবসার প্রত্যাশা তাদের।

করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করায় এবারও খামার কিংবা অনলাইন থেকেই পশু কিনতে উৎসাহ দিচ্ছে প্রানীসম্পদ বিভাগ।

আর স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে তিন স্থায়ী হাটের পাশাপাশি ১০ দিনের জন্য অস্থায়ী আরো ৩টি হাট বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

news24bd.tv/আলী