‘সিলিকন ফুয়েল প্লেট’ নিয়ে পশ্চিমাদের উদ্বেগের জবাব দিল ইরান

‘সিলিকন ফুয়েল প্লেট’ নিয়ে পশ্চিমাদের উদ্বেগের জবাব দিল ইরান

অনলাইন ডেস্ক

পরমাণু ওষুধ উৎপাদন ও তেহরানের গবেষণামূলক চুল্লির প্রয়োজনে সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানে ‘সিলিকন ফুয়েল প্লেট’ উৎপাদনের খবরে উদ্বেগ প্রকাশ করার পর তেহরান এ প্রতিক্রিয়া জানাল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্পর্কে আরো বলেন, “ইরানে কোনো গোপন পরমাণু তৎপরতা নেই।

কাজেই পারমাণবিক ধাতব দণ্ড তৈরির বিষয়টিও এটি তৈরির উদ্যোগ নেয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’কে জানানো হয়েছে।

আরও পড়ুন


চিকিৎসককে মারধর করা সেই যুবলীগ নেতা বহিষ্কার

দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: ওবায়দুল কাদের

গেল ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে

বরিশালে রিমান্ডে নারীকে যৌন নির্যাতনের অভিযোগ, মেডিকেল টেস্টে প্রমাণ মেলেনি


এর আগে আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি মঙ্গলবার জানিয়েছিলেন, শতকরা ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তার দেশ একটি সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের কাজে হাত দিয়েছে। তার ওই ঘোষণার জের ধরে আমেরিকা ও তিনি ইউরোপীয় দেশ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল। সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম