১১ দিনের ব্যবধানে মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

১১ দিনের ব্যবধানে মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

অনলাইন ডেস্ক

মাত্র ১১ দিনের ব্যবধানেই দক্ষিণ আফ্রিকার বতসোয়ানার খনি থেকে মিলল আরও একটি বড় হীরা। আয়তনের দিক থেকে এই হীরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ১ জুন এই বতসোয়ানা থেকেই একটি ১ হাজার ৯৮ ক্যারেটের হীরা উদ্ধার করেছিল ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা। তারপর ১২ জুন উদ্ধার হল ১ হাজার ১৭৪ ক্যারেটের আরও একটি হীরা।

কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড খননকার্য চালিয়ে এই হীরাটি উদ্ধার করেছে।

news24bd.tv

সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি বলেন, ‘‘বতসোয়ানা এবং আমাদের জন্য এই বিষয়টি ঐতিহাসিক। ’’ তিনি জানিয়েছেন, আয়তনের বিচারে নয়া আবিষ্কৃত হিরেই এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম। উদ্ধার হওয়ার পরেই বতসোয়ানার মন্ত্রীসভার হাতে তুলে দেওয়া হয় হীরাটি।


আরও পড়ুনঃ

দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: ওবায়দুল কাদের

জন্মদিনে প্রায় ৩ কোটি টাকার গাড়ি কিনলেন রণবীর

‘নগদ’-এর পিন রিসেট করা যাবে নিজে নিজেই

সক্ষমতা বৃদ্ধিতে মোংলা বন্দরে কেনা হয়েছে অত্যাধুনিক ৫টি হারবার ক্রেন

 


এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা ছিলো লেসেডি লা রোনা। যার ওজন ১ হাজার ১০৯ ক্যারেট। সেটিও বতসোয়ানার খনি থেকে আবিষ্কার করেছিল লুকারা ডায়মন্ড। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হীরা— ৩ হাজার ১০৬ ক্যারাটের ‘কুলিনান’।

news24bd.tv / নকিব