মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে টেলিনর

মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে টেলিনর

অনলাইন ডেস্ক

মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিয়েছে নরওয়ের বহুজাতিক কোম্পানি টেলিনর। তাদের লেবানিজ ইনভেস্টমেন্ট ফার্ম এমওয়ান গ্রুপের কাছে সাড়ে ১০ কোটি ডলারে ব্যবসা বিক্রি করেছে টেলিনর।

এক বিবৃতিতে টেলিনর বলেছে, পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণেই কোম্পানিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

এক দশক আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি যখন সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রের পথে চলা শুরু করল, তখন ঝুঁকি নিয়ে পশ্চিমের হাতেগোনা যে কয়টি কোম্পানি মিয়ানমারে বিনিয়োগ করেছিল, সেগুলোর একটি টেলিনর।

নরওয়ের এ কোম্পানি মিয়ানমারে বড় বিদেশি বিনিয়োগকারী।


আরও পড়ুনঃ

দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: ওবায়দুল কাদের

জন্মদিনে প্রায় ৩ কোটি টাকার গাড়ি কিনলেন রণবীর

‘নগদ’-এর পিন রিসেট করা যাবে নিজে নিজেই

সক্ষমতা বৃদ্ধিতে মোংলা বন্দরে কেনা হয়েছে অত্যাধুনিক ৫টি হারবার ক্রেন


গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর রক্তপাত ও সংঘাতে অস্থির হয়ে পড়ে মিয়ানমার। এর সূত্র ধরে সামরিক জান্তা বিক্ষোভ দমাতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে সেখানে ব্যবসার ভবিষ্যত নিয়ে সঙ্কটে পড়ে টেলিনর।

ফলে ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

news24bd.tv / নকিব