পানি সেচ দেওয়ার মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ২

পানি সেচ দেওয়ার মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকার একটি মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মারা যাওয়া দুই জন হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মো. শাহাজান (২৮) ও একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দীন আকাশ (১৯)।  

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম বলেন, লটমনি এলাকার একটি পুকুরে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সাতকানিয়া পুলিশকে খবর দেয়।

তারা ঘটনাস্থলে এসে দেখে জায়গাটি বাঁশখালী থানার আওতাধীন। পরে তারা বাঁশখালী থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে এসে পুশিল মরদেহ দুটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, মাছের প্রজেক্টের পানি সেচ দেওয়ার জন্য তারা মোটর বসাচ্ছিলেন। মোটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে প্রাথমিক ধারণা করছি।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:


দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দিনে করোনা শনাক্তের হার ৩১.৬২

ঢাকায় ৬৫ খুলনায় ৫৫ ও চট্টগ্রামে ৩৭ জনের মৃত্যু

রেকর্ড শনাক্তের দিনে নমুনা পরীক্ষা করা হয় ৩৬ হাজারেরও বেশি

হযরত খানজাহানের দিঘীর আহত কুমিরের চিকিৎসা চলছে

১৯৯ জন মৃত্যুর দিনে শনাক্ত ১১ হাজারেরও বেশি

রংপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২


news24bd.tv / তৌহিদ