ভারতীয়কে হত্যা: মার্কিন নাগরিকের যাবজ্জীবন

ভারতীয়কে হত্যা: মার্কিন নাগরিকের যাবজ্জীবন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতীয় প্রযুক্তিবিদকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কানসাসের ফেডারেল বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- অ্যাডাম পুরিন্টন। ভারতীয় অভিবাসী শ্রীনিবাস কুচিভোতলাকে (৩২) একটি পানশালায় গুলি করে হত্যা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  কানসাস সিটির শহরতলী ওলাথিতে হামলায় শ্রীনিবাস কুচিভোলতা (৩২) নিহত হয়। হামলায় তার ভারতীয় বন্ধু অলক মাদাসানি ও সঙ্গে এক পথচারী আহত হয়। আয়ান গ্রিলট হামলায় বাধা দেওয়ার চেষ্টা করছিল।

এদিকে ঘটনার সেঙ্গ জড়িত থাকার কথা স্বীকার করেছেন অ্যাডম পুরিন্টন।

গত বছরের ফেব্রুয়ারিতে কানসাসের ওলাথি এলাকার একটি রেস্তোরাঁয় তিনি এ উন্মত্ত হামলা চালান।

এ হামলায় শ্রীনিবাসের ভারতীয় বন্ধু অলক মাদাসানি ও মার্কিন নাগরিক আয়ান গ্রিলট আহত। শেষের জন হামলায় বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।

প্রসিকিউটরের দপ্তর জানায়, এ হত্যার দায়ে ৫২ বছর বয়সী পুরিন্টনকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর