লকডাউনের কারণে গরু বিক্রি নিয়ে শঙ্কায় আছেন খামারিরা

Other

চলমান লকডাউনের কারণে গরু বিক্রি নিয়ে শঙ্কায় আছেন পশু খামারিরা। হাট-বাজার বন্ধ থাকায় যেমন বিপাকে পড়েছেন লক্ষীপুরের প্রায় সাড়ে তিন হাজার খামারি তেমনি দুশ্চিন্তায় রয়েছেন গরু ব্যপারিরাও। শ্রম ও পুঁজি বিনিয়োগ করে মানিকগঞ্জের খামারিরাও রয়েছেন গরু বিক্রি না করতে পারার হতাশায়।  

আমেরিকান প্রবাসী মো: জিন্নাহ।

শ্রম, মেধা ও পুঁজি বিনিয়োগ করে তিন বছর আগে মানিকগঞ্জে পশুর খামার শুরু করেন তিনি। প্রথমে বন্যা, পরে করোনার কারণে উপযুক্ত দাম না পেয়ে লোকসানে পড়েন তিনি। এবার আসছে  ঈদকে সামনে রেখে ২২টি ষাঁড় ও ৮টি গাভী লালন পালন করেন। কিন্তু করোনার কারণে হাট বন্ধ থাকায় হতাশ জিন্নাহ।

এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, হাট চালু না হলে অনলাইনের মাধ্যমে গরু বিক্রয় হবে। এজন্য প্রতিটি উপজেলায় অনলাইন প্লাটফর্ম কোরবানীর পশুর হাট নামে পেজ খোলা হয়েছে।

এদিকে, কোরবানির গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন লক্ষীপুরের প্রায় সাড়ে ৩ হাজার খামারি। হতাশা আর দুশ্চিন্তা যেন কাটছেই না তাদের।

শঙ্কা কাটাতে সরকারি-বেসরকারি উদ্যোগে অনলাইন প্লাটফর্মে গরু বেচা কেনার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান প্রাণি সম্পদ কর্মকর্তা।

এদিকে এবারে দেশী গরু কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। এজন্য শেষ সময় পর্যন্ত গরুর মূল্য যাচাই বাছাই করছেন বলে জানান তারা।

news24bd.tv/আলী