চট্টগ্রামে ত্রাণের সন্ধাণে সড়ক মহাসড়কে ঘুরছেন কর্মহীন মানুষ

Other

করোনার লকডাউনে দিশেহারা চট্টগ্রামের হতদরিদ্ররা। রাস্তায় রাস্তায় ঘুরলেও মিলছেনা ত্রাণ। জেলা প্রশাসক বলছে ,হতদরিদ্রদের তালিকা করেই দেয়া হচ্ছে পর্যাপ্ত সহায়তা। এই অসময়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিভাগীয় কমিশনারের।

এদিকে ঈদুল আযহার আগেই চট্টগ্রামের থানা উপজেলার এক লক্ষ ৮৩ হাজার পরিবারকে চাল দেবে সরকার। আলাদা করেই বরাদ্দ পেয়েছে সিটিকর্পোরেশনসহ জেলা পরিষদসহ পৌরসভাও।  

চলছে কঠোর লকডাউন, অনেকেরই রোজগার বন্ধ। তাই ত্রাণের সন্ধাণে সড়ক মহাসড়কে ঘুরছেন কর্মহীন মানুষ।

নিয়মিত ভিক্ষুকদের সাথে ত্রাণের আশায় রাস্তায় অপেক্ষা করছেন প্রতিবন্ধী ও নিম্নবিত্তরা । এখনও কোন সহায়তা না পেয়ে হতাশ তারা।

তবে জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস বলছে,লকডাউনে নিম্মআয়ের মানুষদের জন্য সরকারি বরাদ্দ পৌঁছে গেছে সিটিকর্পোরেশন,জেলা উপজেলা, পৌরসভাসহ ইউনিয়ন পরিষদেও। প্রতিদিনই ত্রাণ কার্যক্রম চলছে বলছেন জেলাপ্রশাসক।

ত্রাণ কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবাণদেরও এগিয়ে আশার আহ্বান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের ।
কঠোর লকডাউনের এই সময়ে অসহায় মানুষের পাশে এখনও ত্রাণ নিয়ে দাঁড়াতে দেখা যায়নি রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের।

news24bd.tv/আলী