বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

Other

গাজীপুরে পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড, শহীদ নিয়ামত সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোজিনা আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার লোহিতপুর গ্রামের মৃত সামাদ সরকারের মেয়ে। অভিযুক্ত স্বামী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আইনউদ্দিনের ছেলে সেলিম মিয়া।

এলাকাবাসী পুলিশ ও নিহতের ভাতিজা সোহেল মিয়া জানায়, গত ২ বছর পুর্বে কিশোরগঞ্জ জেলার আইন উদ্দিনের ছেলে সেলিমের সাথে বিবাহ হয় রোজিনার। তারা দুজনেই আগে একটি করে বিয়ে করেছিলেন।

নিহত রোজিনা গাজীপুরের ডিবিবিএল গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। তবে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত।

গতদিনও তাদের মাঝে ঝগড়া বিবাদ হলে স্থানীয়রা মিমাংসার চেষ্টা করেন।

সকালে উঠে দেখা যায় রুমের বাহিরে তালা দেওয়া এবং ভেতরে ফ্যান চলছে। পরে কেয়ার কেটার ফারুকসহ স্থানীয়দের সহায়তা নিয়ে তালা ভেঙ্গে ভেতরে ঢুকে রোজিনাকে মৃত দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, পিবিআই ও সদর মেট্রো থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন:


দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দিনে করোনা শনাক্তের হার ৩১.৬২

ঢাকায় ৬৫ খুলনায় ৫৫ ও চট্টগ্রামে ৩৭ জনের মৃত্যু

রেকর্ড শনাক্তের দিনে নমুনা পরীক্ষা করা হয় ৩৬ হাজারেরও বেশি

হযরত খানজাহানের দিঘীর আহত কুমিরের চিকিৎসা চলছে

১৯৯ জন মৃত্যুর দিনে শনাক্ত ১১ হাজারেরও বেশি

রংপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২


news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর