ইংল্যান্ডের সকল পত্রিকায় ব্রিটিশ ফুটবলের জয় জয়কার

অনলাইন ডেস্ক

 জার্মানির বিপক্ষে যুদ্ধ জয়ের আনন্দ? তা বলাই যায়। ওয়েম্বলিতে ইংল্যান্ড ফুটবলারদের জয়োৎসবের দিন, গ্যালারিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন, সেটা যেন গোটা ইংল্যান্ডেরই ছবি।

পাঁচ–দশ বছর হলেও কথাছিল, দীর্ঘ ৫৫ বছর পর বড় টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানিকে হারানোর স্বাদ নিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দেশতো বটেই, দেশটির সংবাদ মাধ্যমেরও উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা।

 

ডেইলি মিরর যেমন এখনো তিন ধাপ বাকি থাকতে ইইউরো জয়ের স্বপ্ন দেখছে। সংবাদ মাধ্যমটির শিরোনাম, ‘স্বপ্ন দেখার সময়’।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জার্মানির বিপক্ষে পাঁচ দশকের বেশি সময় পর জয় এবং জাতীয় ফুটবল দল নিয়ে গানের (থ্রিলায়নস, ইটস কামিং হোম) একটি লাইন ধরে শিরোনাম করে, ’৫৫ বছরের দুঃখ ও আমাদের হৃদয় বিদীর্ণ করেনি, রাহিম’।  

ব্রিটেনের আরেক ট্যাবলয়েড মেইল অনলাইন শিরোনামের বিষয়বস্তু নিয়েছে ওয়েম্বলির গ্যালারিতে উপস্থিত রাজপরিবার থেকে।

প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রীকে টমিডলটনের সঙ্গে ছিলেন তাঁদের সন্তান প্রিন্স জর্জ। স্টার্লিংও কেইনের গোলে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জর্জ। সংবাদমাধ্যমটির শিরোনাম ‘বাই জর্জ, উই ডিড ইট!’ এরসঙ্গে রাজপরিবারের ছবিও জুড়ে দিয়েছে তারা।  

news24bd.tv/আলী