নিউজার্সি স্টেটের প্রসপেক্ট পার্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় লিপন আহমেদ তালুকদার (৩১) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত লিপনের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরী।
জানা যায়, নিহত লিপন তার বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।
প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ আবুল হোসেন সুরমান জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা প্রবাসী লনু মিয়া তালুকদারের মেজ ছেলে লিপন ৪ বছর আগে ইমিগ্র্যান্ট ভিসায় আমেরিকায় এসেছিলেন।
news24bd.tv/আলী