রাজশাহীর সেই পৌর মেয়র মুক্তার আলী গ্রেপ্তার

রাজশাহীর সেই পৌর মেয়র মুক্তার আলী গ্রেপ্তার

Other

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৯ জুলাই) ভোর পাঁচটার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ  এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাকশীতে ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালানোর বাঘা থানার আড়ানীতে মেয়রের নিজ বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল,  একশত গ্রাম গাঁজা, নগদ একলাখ টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। তখন  থেকেই সে পলাতক ছিল।

news24bd.tv এসএম

 

আরও পড়ুন


ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোসাদ গুপ্তচরের মুক্তি চাইল ইউরোপ

গোসল করতে বাথরুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওসি ফয়েজুর

অক্সিজেন সিলিন্ডারসহ ছেলেকে আটকে রাখলো এএসআই, মারা গেলেন বাবা