রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৯ জুলাই) ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের শ্রী নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হাওলাদার (৪০) ও অপরজন মাহিন্দ্রা চালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫)।

মাধব হাওলাদার পেশায় ঘোষ ছিলেন দই বিক্রি করার জন্য রাজশাহীর দিকে যাচ্ছিল। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন


রাজশাহী মেডিকেলে আজও ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

রাজশাহীর সেই পৌর মেয়র মুক্তার আলী গ্রেপ্তার

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?


গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে মাহিন্দ্রা এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন আহত হয়। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মাহিন্দ্রা চালক সেলিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মাধব হাওলাদারকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সেখানেই সে মারা যায়। ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv এসএম