হাইতির প্রেসিডেন্ট হত্যায় রহস্যজট খুললো, জড়িত ২৮ জন

হাইতির প্রেসিডেন্ট হত্যায় রহস্যজট খুললো, জড়িত ২৮ জন

অনলাইন ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সি হত্যাকাণ্ডের সঙ্গে ২৮ জনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর এএফপির।

তারা জানায়, তাদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার এবং দুজন হাইতি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

লিওন চার্লস বলেন, আমরা ১৫ কলম্বিয়ান এবং হাইতি বংশোদ্ভূত ২ মার্কিনিকে গ্রেপ্তার করেছি। পুলিশের গুলিতে তিনজন কলম্বিয়ান নিহত হয়েছে। আর ৮ জন পলাতক রয়েছে। এর আগে বুধবার প্রেসিডেন্ট মোয়সি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন গুলি করে হত্যার কথা জানায় পুলিশ।

পুলিশ প্রধান আরও বলেন, প্রেসিডেন্টকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি আট হত্যাকারীকে ধরতে তদন্ত ও অভিযান জোরদার করা হয়েছে। বুধবার মোয়সির বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়। এসময় মোয়সি স্ত্রী মার্টিন মোয়সি আহত হন। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে নেয়া হয়।


আরও পড়ুনঃ

দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: ওবায়দুল কাদের

জন্মদিনে প্রায় ৩ কোটি টাকার গাড়ি কিনলেন রণবীর

‘নগদ’-এর পিন রিসেট করা যাবে নিজে নিজেই

সক্ষমতা বৃদ্ধিতে মোংলা বন্দরে কেনা হয়েছে অত্যাধুনিক ৫টি হারবার ক্রেন


উল্লেখ্য, ২০১৭ সাল থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন মোয়সি। এর আগে তার পদত্যাগের দাবিতে একাধিকবার বিক্ষোভও হয়েছে। এদিকে মোয়সি নিহত হওয়ার পর সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ।

news24bd.tv / নকিব