রাজধানীর গুলিস্থানে ২৫০ অসহায় পরিবারকে ত্রাণ দিল বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৮ টায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ, পিপিএম (বার) গুলিস্থান হ্যান্ডবল স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে ২৫০ অসহায় পরিবারের মাঝে এই সব ত্রাণ বিতরণ করেন।
পুনাক সভানেত্রীর এই ব্যতিক্রম উদ্যোগে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে সকালের নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা যায়। এ সময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত
জন্মদিনে প্রায় ৩ কোটি টাকার গাড়ি কিনলেন রণবীর
‘নগদ’-এর পিন রিসেট করা যাবে নিজে নিজেই
তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত
news24bd.tv / কামরুল