দুই মাসের মধ্যেই শুরু হচ্ছে মহাকাশ পর্যটন

দুই মাসের মধ্যেই শুরু হচ্ছে মহাকাশ পর্যটন

অনলাইন ডেস্ক

আসছে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে যাচ্ছে পৃথিবী থেকে মহাকাশ পর্যটন। বয়স বা নাগরিকত্ব কোন দেশভেদ না মেনে সবার জন্যই খুলে দেয়া হবে মহাকাশকে। মহাকাশচারী হওয়ার জন্য কোনও কঠোর প্রশিক্ষণও লাগবে না। ঘোরাঘুরির জন্য চাইলে যে কেউ যেতে পারেন।

তবে প্রয়োজন হবে কাড়ি কাড়ি টাকা।

যুক্তরাষ্ট্রের ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেস-এক্স বুধবার জানিয়েছে, আর দেড় মাস পর সেপ্টেম্বর থেকেই তারা শুরু করে দেবে সবার জন্য মহাকাশ পর্যটন। এই পর্বের ভ্রমণের জন্য মহাকাশযান তৈরি ও জ্বালানির খরচের অনেকটাই বহন করেছেন ধনকুবের জারেড আইজ্যাকম্যান।


আরও পড়ুনঃ

আফগানিস্তান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যা বললেন বাইডেন

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের দিন ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ

বহু প্রেম করেছি, তবে মা-বাবার পছন্দেই বিয়ে করবো: তাপসী

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বুবলির ফুটবল দর্শন


আগামী বছর ফের এমন একটি মহাকাশ ভ্রমণের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে স্পেস এক্স।

এজন্য স্পেস এক্স-এর সঙ্গে চুক্তি হয়েছে ‘অ্যাক্সিয়ম স্পেস’ নামে একটি সংস্থার। তবে এই মহাকাশ ভ্রমণের টিকিটের মূল্য একটু বেশিই বলা যায়। মহাকাশযানে চড়ে যাওয়া-আসা আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার খরচ বাবদ পর্যটকদের গুনতে হবে সাড়ে ৫ কোটি ডলার।

news24bd.tv / নকিব