আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যে এবার গুরুত্বপূর্ণ দুটি সীমান্তবর্তী এলাকা দখলে নিল গোষ্ঠীটি। শুক্রবার তালেবান এ দুই এলাকার দখল নেয়। খবর তোলো নিউজের।
খবরে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা শুক্রবার নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ইরানের সঙ্গে স্থলবাণিজ্যের অন্যতম পথ সীমান্তবর্তী শহর ইসলাম কালা এবং তুর্কমেনিস্তানের সঙ্গে দুটি স্থল বাণিজ্যপথের একটি সীমান্তবর্তী শহর তোড়গুন্দি দখলে নিয়েছে তালেবান।
হেরাত প্রদেশের শুল্ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নিসার আহমাদ নাসেরি বলেন, তালেবান দখলে নেওয়ার পর থেকে ইসলাম কালা কাস্টমস অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুনঃ
আফগানিস্তান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যা বললেন বাইডেন
ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের দিন ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ
বহু প্রেম করেছি, তবে মা-বাবার পছন্দেই বিয়ে করবো: তাপসী
সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, তালেবান যোদ্ধারা আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী অঞ্চলে ইরানি সীমান্ত বাহিনীর সঙ্গে কথা বলছেন। এই দুই গুরুত্বপূর্ণ সীমন্তবর্তী এলাকা দখলের বিষয়টি নিশ্চিত করেছে তালেবান।
ইসলাম কালা স্থলবন্দর আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ। প্রতি মাসে এ বন্দর থেকে সরকারের আয় প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার।
news24bd.tv / নকিব