ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। তাদের ৪ জন নারী ও ১০ জন পুরুষ।
এ নিয়ে জেলায় এক সপ্তাহে ৮০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন ময়মনসিংহ জেলার এবং বাকি ৫ জন শেরপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দা।
্আরও পড়ুন:
একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা মারা গেছেন
নারায়ণগঞ্জে হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭০
তাসকিনের চমৎকার ব্যাটিংয়ের নেপথ্যে যিনি
অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে ইউএনও
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫) ও শহীদুল ইসলাম (৪৫), ঈশ্বরগঞ্জ উপজেলার মোজাম্মেল হক (৬০), গফরগাঁও উপজেলার সিরাজুল ইসলাম (৮০), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আবদুল মতিন (৬৮) ও সদরের সাহেরা বেগম (৭০)।
করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের আবদুল জলিল (৬০), মীর জান (৮০) ও মোখলেছুর রহমান (৬৫), গফরগাঁও উপজেলার কুলসুম আক্তার (৫৫), ভালুকার আলী নেওয়াজ (৫৫), শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জসতিয়া রানী (৪০), সদরের আবদুস সামাদ (৬৫) এবং টাঙ্গাইল সদরের আবদুল জলিল (৫৬) মারা গেছেন।
news24bd.tv নাজিম