বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়।
আটক তিন হরিণ শিকারীরা হচ্ছে- বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহদাত শিকদার (৩০), আ. মালেক খানের ছেলে মো. কাইউম খান (২২) ও দক্ষিণ চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের ছেলে মো. জাকারিয়া (২৩)।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের ৫ নং কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় তল্লাশি চালায়।
আরও পড়ুন:
দুই হাজার অসহায় পরিবার পেল বসুন্ধরা গ্রুপের ত্রাণ
news24bd.tv / তৌহিদ