ঢামেক মর্গে সারি সারি মরদেহ

ঢামেক মর্গে সারি সারি মরদেহ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৪৯ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে।

শুক্রবার ( ৯ জুলাই) দুপুর ৩টার দিকে লাশগুলো ঢামেকে আনা হয়।  

ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের লিডার মোজাম্মেল হক জানান, পাঁচটি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো ঢামেকে আনা হয়েছে। পুলিশি পাহারায় আনা লাশগুলোর সব কটিই পোড়া।

মর্গে গিয়ে দেখা যায়, কয়েকটি অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো নামিয়ে ময়নাতদন্তের কক্ষে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

আরও পড়ুন:


একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা মারা গেছেন

নারায়ণগঞ্জে হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭০

তাসকিনের চমৎকার ব্যাটিংয়ের নেপথ্যে যিনি

অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে ইউএনও


ঢামেক হাসপাতাল মর্গের মর্গ সহকারী সেকান্দার জানান, অ্যাম্বুলেন্স থেকে ৪৯টি মরদেহ নামানো হয়েছে। মরদেহ আনার ব্যাপারে ঢামেকের ফরেনসিক বিভাগের কর্মকর্তাকে অবগত করা হয়েছে।  

news24bd.tv নাজিম