মাদারীপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

মাদারীপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

Other

মাদারীপুরের কালকিনিতে একটি মাদ্রাসা ভবনের কাজ করার সময় দেয়াল চাপায় মো.সিদ্দীক চোকদার (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন।  

আজ শুক্রবার দুপুরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে নির্মাণ কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দীক চোকদার একই ইউনিয়নের উত্তর ছয়গাও গ্রামের করিম চোকদারের ছেলে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে দীর্ঘদিন যাবত একটি পুরাতন মসজিদ পরে রয়েছে। সে মসজিদ ভেঙ্গে এলাকাবাসী খাসেরহাট নূরানি মাদ্রাসায় ও এতিম খানা নামের একটি ভবন নির্মান কাজ শুরু করেন। ওই বভনের নির্মান কাজ করেন নিহত নির্মান শ্রমিক সিদ্দিক চোকদার।  

এ কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তার শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় ইলিয়াস নামের অন্য একজন শ্রমিক আহত হন। খবর পেয়ে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহেআলম শিকদার বলেন, আমাদের মাদ্রাসা নির্মান কাজ করতে গিয়ে মো.সিদ্দীক চোকদার মারা গেছে।

এ ব্যাপারে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো.এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি সঙ্গীয় ফোর্সনিয়ে গিয়েছি। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ


করোনায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

‘নগদ’-এর পিন রিসেট করা যাবে নিজে নিজেই

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত


news24bd.tv / কামরুল