মধ্যাহ্ন বিরতির আগে টেইলরকে ফিরিয়ে স্বস্তি এনেছিলেন মিরাজ। এরপর আবারও বড় ঝুটি গড়ার আভাস দেন কাইতানো ও ডিওন মায়ার্স। দুইজনের জুটি থেকে ধীর গতিতে রান আসলেও খেলেছেন ১৩৯টি বল।
কাইতানোর সঙ্গে মায়ার্সও ইনিংস লম্বা করার পথেই হাঁটছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ২২৯ রান করেছে স্বাগতিকরা। এখনো তারা ২৩৯ রানে পিছিয়ে আছে।
জিম্বাবুয়ে দিন শুরু করে ১ উইকেটে ১৪১ রান নিয়ে। কাইতানো ৩৩ ও টেলর ৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। তৃতীয়দিনে এসে দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। তার মধ্যে অভিষেকেই ফিফটি কাইতানোর।
আরও পড়ুন:
একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা মারা গেছেন
নারায়ণগঞ্জে হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭০
তাসকিনের চমৎকার ব্যাটিংয়ের নেপথ্যে যিনি
অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে ইউএনও
মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৬৮ রান। দ্বিতীয়দিনে প্রথম ইনিংস শুরু করা জিম্বাবুয়ের একমাত্র উইকেটটি নেন সাকিব আল হাসান।
news24bd.tv নাজিম