সরকারি হাসপাতালগুলোকে ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
গতকাল বৃহস্পতিবার মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।
দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যার ব্যাপক ঊর্ধ্বগতির মধ্যে এমন অনুরোধ জানালেনঢাকার সিভিল সার্জন।
চিঠিতে ‘ঢাকা জেলার সংশ্লিষ্ট সবাইকে’ উদ্দেশ্য করে সিভিল সার্জন বলেছেন, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার গণমাধ্যমের কাছে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
আরও পড়ুন:
একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা মারা গেছেন
নারায়ণগঞ্জে হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭০
তাসকিনের চমৎকার ব্যাটিংয়ের নেপথ্যে যিনি
অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে ইউএনও
একইসঙ্গে সিভিল সার্জন চিঠিতে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হওয়ার কারণ দেখিয়ে রোগীর ছবি তোলা, ভিডিও ধারণ করা কিংবা সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এ সংক্রান্ত তথ্য-উপাত্তের জন্য গণমাধ্যমকর্মীদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান মঈনুল আহসান।
news24bd.tv নাজিম