ইরানি সীমান্ত দখল করে নিল তালেবানরা : ভয়ে কর্মচারি ইরানে পালিয়েছে

ইরানি সীমান্ত দখল করে নিল তালেবানরা : ভয়ে কর্মচারি ইরানে পালিয়েছে

অনলাইন ডেস্ক

এবার ইরান-আফগান সীমান্ত দখল করে নিয়েছে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের সঙ্গে ইরানের বর্ডার এখন তারাই নিয়ন্ত্রণ করছে। দেশের ভিতরও পঞ্চাশটিরও বেশি অঞ্চল তারা দখলে নিয়েছে তারা। ঘিরে ফেলেছে আঞ্চলিক রাজধানীগুলো।

আফগানিস্তানের হেরাত প্রদেশের ইসলাম ক্বালা সীমান্ত মূলত ইরানের সঙ্গে আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত হতো। এটি দখলে নিয়েছে তালেবান। সেখানে থাকা কাস্টম কর্মকর্তাসহ সকল কর্মচারি তালেবানের ভয়ে ইরানে পালিয়ে গেছে।

বৃহস্পতিবারও তালেবানের দখলে আসে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় একটি প্রধান জেলা।

এই জেলাতেই আছে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত। আফগান নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গত এক সপ্তাহে প্রায় ৫টি দেশের সঙ্গে সীমান্ত দখল করেছে তালেবান। এগুলো হচ্ছে, ইরান, তাজিকিস্তান, চীন, তুর্কেমেনিস্তান ও পাকিস্তান।

এরই মধ্যে দেশটি ছেড়ে গেছে বেশিরভাগ বিদেশি সেনা। এই সুযোগে নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধির চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীটি। উজবেকিস্তান সীমান্তে থাকা একটি জেলাও দখলের চেষ্টা করে যাচ্ছে তারা। সেখানে আফগান সেনাবাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ চলছে।

news24bd.tv/আলী