দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট ১০ লাখ ৫৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৫৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২১২ জনের মৃত্যু হয়েছে। দিনে দিনে করোনায় মৃত্যু ও শনাক্ত একদিনের রেকর্ড ছাড়িয়ে আরকদিন নতুন নতুন রেকর্ড গড়ছে। কোনোভাবেই যেন ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না।
আরও পড়ুনঃ
মাদারীপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত
করোনায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু
বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত
তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত
news24bd.tv / কামরুল