চলমান করোনামহামারি বিবেচনায় তিন পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিল করা পশুরহাট তিনটি হলো (ক) লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশপাশের খালি জায়গা (খ) আমুলিয়া মডেল টাউন এর আশপাশের খালি জায়গা এবং (গ) শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।
আরও পড়ুন:
একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা মারা গেছেন
নারায়ণগঞ্জে হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে নিখোঁজ ৭০
তাসকিনের চমৎকার ব্যাটিংয়ের নেপথ্যে যিনি
অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে ইউএনও
পশুর হাটগুলো ঈদ-উল-আজহা’র দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনা-বেচা করা যাবে।
উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোন পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
news24bd.tv নাজিম