‘পরের টার্গেট ইদলিব, তাল রিফাত ও মানবিজ’

রিসেপ তাইয়েপ এরদোয়ান।

‘পরের টার্গেট ইদলিব, তাল রিফাত ও মানবিজ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার ‘আফরিন’ সুরক্ষিত না হওয়া পর্যন্ত সেখানে তুর্কি সেনাবাহিনী উপস্থিত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শুক্রবার ইস্তাম্বুলে ‘ইয়ুথ ফেস্টিভাল’ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এরদোয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আফরিনে আছি এবং যতক্ষণ পর্যন্ত না এটি সুরক্ষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে থাকব।

সিরিয়ার কয়েকটি প্রদেশের নাম উল্লেখ করে তিনি বলেন, আমাদের পরবর্তী টার্গেট সিরিয়ার প্রদেশ ইদলিব, তাল রিফাত এবং মানবিজ।

আফরিন থেকে পিপল প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জঙ্গিদের নিশ্চিহ্ন করার জন্য তুরস্ক গত ২০ জানুয়ারি থেকে সেখানে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ পরিচালনা করছে। এরপর ১৮ মার্চ তুর্কি সমর্থিত বাহিনী আফরিন শহরের কেন্দ্রস্থলের পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করে। এটি ২০১২ সাল থেকে ওয়াইপিজি জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল।

অপারেশন ‘ইউফ্রেটিস শিল্ড’ সম্পর্কে এরদোগান বলেন, তুরস্ক এখানে তার হস্তক্ষেপের অধিকার বিলম্বিত করেছে।

২০১৬ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত এই অপারেশন চলেছিল।

এরদোয়ান তার ভুলের কথা তুলে ধরে বলেন, এটি (অপারেশন ইউফ্রেটিস শিল্ড) ছিল একটি বিলম্বিত অপারেশন। আমাদের আরো আগে তা পরিচালিত করা উচিৎ ছিল। আমরা যদি এটি আরো আগে করতে পারতাম, তবে আমাদের দক্ষিণাঞ্চলীয় কিলিস প্রদেশ বারবার আক্রমণের শিকার হতো না।

অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’ পরিচালনার সময় তুরস্কে কিলিস প্রদেশটিকে লক্ষ্য করে কুর্দি জঙ্গিরা একাধিকবার হামলা চালিয়েছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর