আরব বিশ্বের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন নোরা

অনলাইন ডেস্ক

আরব বিশ্বের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে ইতিহাস লিখতে যাচ্ছেন নোরা আল-মাতরুসি। এরইমধ্যে প্রশিক্ষণও শুরু করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এই বাসিন্দা।

উপসাগরীয় দেশটি থেকে মহাকাশ ভ্রমণে আগ্রহী কয়েক হাজার আবেদনের মধ্যে দু’জনকে বেছে নেওয়া হয়েছে। তাদের একজন হলেন শারজাহ এর বাসিন্দা ২৮ বছর বয়সী যন্ত্র প্রকৌশলী নোরা।

শৈশব থেকেই নভোচারী হওয়ার স্বপ্ন থাকায়, স্কুল জীবন থেকে গ্রহ-নক্ষত্র নিয়ে পড়াশুনা করতেন তিনি।

নোরা আল-মাতরুসির সঙ্গে নভোচারী প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন আমিরাতের আরেক নাগরিক ৩৩ বছর বয়সী মোহাম্মদ আল-মোল্লা। চলতি বছর শেষে তারা নাসার জনসন মহাকাশ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে যাবেন। সেখান থেকে ফিরে দেশের হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন।

news24bd.tv/আলী