পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এর সংখ্যায় ছেলেরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ।

গতবারও পাসের হারে এগিয়ে ছিল মেয়েরা।

গতবার মেয়েদের পাসের হার ছিল ৮০ দশমিক ৭৮ শতাংশ ও ছেলেদের পাসের হার ছিল ৭৮ দশমিক ৯৩ শতাংশ। মেয়েদের কমেছে ১ দশমিক ৯৩ শতাংশ আর ছেলেদে কমেছে ২ দশমিক ২২ শতাংশ।

তবে জিপিএ-৫ এর সংখ্যা এবারও এগিয়ে ছেলে। এবার ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৫৫ হাজার ৭০১ জন আর মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৫৪ হাজার ৯২৮ জন।

গত ছেলেদের মধ্যে ৫৩ হাজার ৪৮৮ জন এবং ৫১ হাজার ২৭৩ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছিল।

রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি ফলাফলের কিছু অংশ তুলে ধরেন। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর