বৃষ্টির কারণে নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটের বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এমনকি নিউইয়র্কের ব্যস্ততম শহর ম্যানহাটনের প্রধান সড়কগুলোও বন্যার পানিতে ডুবে থাকতে দেখা গেছে।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার প্লুমাস কাউন্টিকে দাবানলের সৃষ্টি হয়েছে। প্রচন্ড গরমের কারণে এই দাবানলের সৃষ্টি বলে স্থানীয়দের ধারণা। এই আগুনের কারণে ওই অঞ্চলের তাপমাত্রা আরো ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান আবহাওয়াবিদরা।  

এছাড়া বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সীমান্তে নেভাদা অঙ্গরাজ্যের কাছে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ওয়াকার শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপন্ন হয়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বেশকিছু বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।

news24bd.tv/আলী