আটকে পড়া ঘোড়া উদ্ধার করা হলো হেলিকপ্টার দিয়ে!

আটকে পড়া ঘোড়া উদ্ধার করা হলো হেলিকপ্টার দিয়ে!

অনলাইন ডেস্ক

আমরা হরহামেশায় শুনি বিপদগ্রস্থ মানুষকে উদ্ধারে ব্যবহার হয়েছে হেলিকপ্টার। এবার কংক্রিটের মাঝে আটকে পড়া এক ঘোড়াকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে।

ঘোড়াটিকে উদ্ধারের খবর দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে উদ্ধার কর্মীরে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। তারা বলছেন, পশুর প্রতি ভালবাসার কারণেই উদ্ধার হল ঘোড়াটি।

উদ্ধার করা ঘোড়াটির পিঠে চড়ে বের হয়েছিলেন এক ব্যক্তি। এমন সময় ঘোড়াটি হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে অস্থির আচরণ করতে থাকে।

ওই ব্যক্তি নিরাপদে নেমে গেলেও ঘোড়াটি পালিয়ে যায়। পরে ঘোড়াটিকে চারদিকে ছড়িয়ে থাকা কংক্রিটের মাঝে একটা গর্তে আটকে থাকতে দেখা যায়।

আরও পড়ুন


করোনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

করোনা সংক্রমণ রোধে থাইল্যান্ডে কারফিউ জারি

পরবর্তী দফা আলোচনা শুরু করতে ইরানের আরো সময় প্রয়োজন: রাশিয়া

সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা


ঘোড়াটির খোঁজ পেয়ে পশু চিকিৎসকসহ কয়েকজন উদ্ধারকর্মী ঘোড়াটি উদ্ধার করতে যায়। উদ্ধার অভিযান শুরুর আগে ঘোড়াটিকে শান্ত করতে দেওয়া হয় অবসন্ন করার ইঞ্জেকশন। পরে হেলিকপ্টারের সাহায্যে ঘোড়াটিকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর